সংসারে স্বামী-স্ত্রীর কম্প্রোমাইজ
স্বামী-স্ত্রীর ঝগড়া হয়ে গেছে, প্রায় সারাদিন কেউই কারও সঙ্গে কোনো কথা বলছে না। বিকেলের দিকে স্ত্রী স্বামীর কাছে এসে বললো—
স্ত্রী: দেখ এভাবে ঝগড়া করে, মুখ গোমড়া করে বসে থেকে লাভ নেই। আমাদের সমস্যা আমাদেরই মিটিয়ে নিতে হবে।তাই তুমি কিছুটা কম্প্রোমাইজ কর আমি কিছুটা করি।
স্বামী: ঠিক আছে, আমাকে কি করতে হবে?
স্ত্রী: তুমি আমার কাছে ক্ষমা চাও, যে এরকম আর করবেনা। আর আমি তোমাকে ক্ষমা করে দিই। ব্যস কম্প্রোমাইজ।
মাথাব্যথার সমাধান
রোগী: ডাক্তার সাহেব, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক ঘণ্টা আমার মাথাব্যথা করে। সমাধান কি, বলুন তো?
ডাক্তার: এক ঘণ্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন!
সস্তার তিন অবস্থা
এক লোক বিবাহ বিচ্ছেদ করতে উকিলের কাছে গেল। উকিল মামলার জন্য ১০ হাজার টাকা দাবি করলেন।
লোকটি বললো, বিয়ের সময় পুরোহিত নিয়েছিল মাত্র ১০০ টাকা। এখন দেখছি সস্তার তিন অবস্থা!
আপনার মতামত লিখুন :