স্বামীর মনোযোগ পরীক্ষা : আজকের জোকস


News7bd প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ৩:১৯ অপরাহ্ন
স্বামীর মনোযোগ পরীক্ষা : আজকের জোকস

স্বামীর মনোযোগ পরীক্ষা
স্ত্রী: অফিস থেকে ফেরার পথে চা-পাতা আর সবজি আনতে ভুলো না! আর ভালো কথা, লিলি তোমার খোঁজ করছিল।
স্বামী: দ্রুত পাল্টা মেসেজ দিলো, লিলিটা কে?
স্ত্রী: লিলি-টিলি বইলা আসলে কেউ নাই। দেখলাম তুমি আমার মেসেজ পড় কি না।

কলার দাম
হাফিজ সাহেব কলা বিক্রেতার কাছে জিজ্ঞেস করলেন—
হাফিজ সাহেব: এক হালি কলা কত করে?
বিক্রেতা: ২০ টাকা।
হাফিজ সাহেব: কেন, সেদিন যে ১০ টাকা হালি কিনলাম?
বিক্রেতা: আগে দিতাম, এখন দিই না। এখন ২০ টাকা।

আর তা শুনে হাফিজ সাহেবও এক হালি কলা হাতে নিয়ে হাঁটা দিলেন। কলা বিক্রেতা হৈহৈ করে উঠলেন—
বিক্রেতা: এই যে সাহেব, কলা হাতে হাঁটা দিলেন যে? দাম দিবেন না?
হাফিজ সাহেব: আগে দিতাম, এখন দিই না।

ইংরেজি পরীক্ষায় বিজ্ঞান বইয়ের কাটিং
প্রথম বন্ধু: কি রে, গত পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পেলি, এবার ফেল, ব্যাপারটা কী বল তো?
দ্বিতীয় বন্ধু: আর বলিস না দোস্ত, ইংরেজি পরীক্ষার দিন ভুলে পকেটে করে বিজ্ঞান বই নিয়ে গিয়েছিলাম।