১১দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবে কারিগরি শিক্ষকরা


News7bd প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৩, ১:২০ অপরাহ্ন
১১দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবে কারিগরি শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক :

এমপিও সংকট নিরসন, কারিগরি শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি চালু, শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার বিচারসহ ১১দফা দাবিতে আগামী ২২মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্য পদযাত্রা করবে সম্মিলিত কারিগরি শিক্ষক পরিষদ।

গতকাল ২৪এপ্রিল সম্মিলিত কারিগরি শিক্ষক পরিষদের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: ওমর ফারুকের দূর্নীতির তথ্য লিখিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জমা দেওয়া হবে।

সম্মিলিত কারিগরি শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক মো: আবু রেজা বলেন, আমরা একাধিক বার শিক্ষামন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোন সাড়া পাই নি। একজন অযোগ্য মহাপরিচালক দিয়ে কারিগরি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় বাজেট বেশি থাকলেও কারিগরি শিক্ষা ব্যবস্থার কোন উন্নতি হয় নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড.মশিউর রহমান কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওমর ফারুককে বিভিন্ন ভাবে সহযোগিতা করে তার দুইবার বদলীর আদেশের পরেও লবিং তদবির করে টিকিয়ে রেখেছেন। আমরা শিক্ষামন্ত্রীর কাছে প্রতিকার পাই নি তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে পদযাত্রা করবো। প্রয়োজনে আমরন অনশন করবো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিভাবে সহযোগিতা করছেন জানতে চাইলে তিনি বলেন, সংবাদ সম্মেলনে আমরা বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরবে।

এছাড়াও কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও কর্মকর্তাদের ঘুষ বানিজ্য নিয়ে ঐদিন সংবাদ সম্মেলনের কথাও উল্লেখ করা হয়েছে।