রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে।
তবে আগুন লাগার খবর পেয়ে নিউমার্কেটে ছুটে এসেছে উৎসুক জনতা। সবাই যার যার মোবাইলে ভিডিও ও লাইভ করছেন।আইনশৃঙ্খলা বাহিনী বারবার বাঁশি বাজিয়ে তাদেরকে নিরাপদ দূরত্বে রাখার চেষ্টা করলেও কিছুক্ষণ পর পর তারা সেখানে ভিড় করছে।ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্যরা বলছেন, অনেক দূর থেকে গাড়ির মাধ্যমে পাইপ দিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে। উৎসুক জনতার পায়ের চাপে পাইপগুলো দিয়ে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যাচ্ছে না।
অপরদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়াও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। একই সঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র্যাব।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস।
এর আগে, গত ৪ এপ্রিল সকালে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি পোশাকের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মার্কেটগুলোতেও। আগুনে কয়েক হাজার দোকান পুড়ে ছাই হয়ে যায়। পথে বসেন হাজারো ব্যবসায়ী। ক্ষতি হয় কোটি কোটি টাকার।
আপনার মতামত লিখুন :